শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

রাজস্ব হারাচ্ছে সরকার
ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে বালু চুরি

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ডিসেম্বর ২০, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

পদ্মানদীর নবীনগর ও ফটু মার্কেট এলাকার বালু কেটে বিক্রয়ের অভিযোগ।

পদ্মা নদীর পাবনা ঈশ্বরদীর চারটি পয়েন্ট থেকে অবৈধভাবে দলীয় পরিচয়ে দিন রাতে বালু উত্তোলনের চলছে মহাৎসব। জেলা ও উপজেলার সংশ্লিষ্ট প্রশাসন, লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি ও কিছু গণমাধ্যম প্রতিনিধিদের ম্যানেজ করে বালু উত্তোলন চলে। এই দাবি বালুচোর চক্রের। এতে কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

গত কয়েকদিন ধরে উপজেলার পদ্মানদীর তীরে নির্মীয়মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দক্ষিণ সীমানা ঘেঁষা রূপপুর ফটু মার্কেট পয়েন্ট, লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির সংলগ্ন নবীনগরঘাট পয়েন্ট, বিলকেদা পয়েন্ট ও সাঁড়া ইউনিয়নের চরবিলবামুনি মৌজার আড়মবাড়িয়া চর ঘুরে এসব চিত্র চোখে পড়েছে।

সরেজমিনে বালু চুরি করে উত্তোলনের ফটু মার্কেট পয়েন্ট, নবীনগর পয়েন্ট ও বিলকেদা পয়েন্টে গিয়ে দেখা ও কর্মরত স্কেকেভেট, ড্রাম ট্রাক, ট্রাক্টর, স্ট্যায়ারিং টলি, পেলুডার চালকসহ স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে পতিত সরকারের পর গত প্রায় ১৫-২০ দিন ধরে রূপপুর ফটু মার্কেট, লক্ষ্মীকুন্ডার নবীনগর ও বিলকেদা পয়েন্টে স্কেভেটর ও পেলুডার দিয়ে পদ্মানদী থেকে বালু কেটে বিক্রয় করা হচ্ছে। মুলত পদ্মানদী ও নদীর শাখায় বালু জমে যে চর পড়েছে সেই চর থেকেই এই বালু কেটে বিক্রয় করা হচ্ছে।

এই তিন পয়েন্টের দায়িত্বে রয়েছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সভাপতি তানভির হাসান সুমন ওরফে আমেরিকান সুমন।

প্রতিদিন দিনটি পয়েন্ট থেকে অন্তত দুই শ থেকে তিন শ গাড়ি বালু বিক্রয় করা হচ্ছে। এতে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ লাখ টাকার বালু বিক্রয় করা হচ্ছে। বালু বহনকারী গাড়িতে ভেঙে গেছে গ্রামীন রাস্তাঘাট। ধুলাবালিতে ভরে যাচ্ছে স্থানীয়দের ঘর বাড়ি।

দলীয় ক্ষমতা ও প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলনের এই কর্মযজ্ঞ চলায় কিছুই করার নেই স্থানীয় জনগণের।

লক্ষ্মীকুন্ডার নবীনগর পয়েন্টে দায়িত্ব থাকা বিএনপিকর্মী আইয়ুব আলী বলেন, দিন রাতে আমরা যে বালু বিক্রয় করি তার একটি অংশ প্রশাসনসহ সাংবাদিকদের দেওয়ার জন্য উপজেলা ছাত্রদল সভাপতি তানভির হাসান সুমন ওরফে আমেরিকা সুমনকে দেওয়া হচ্ছে। আপনারা কেন নিউজ করবেন। আপনারা সুমনের সঙ্গে কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সভাপতি তানভির হাসান সুমন ওরফে আমেরিকান সুমন বলেন, সবাইকে ম্যানেজ করেই বালু উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে।

প্রত্যেকের সঙ্গে চুক্তি অনুসারে টাকা নিয়মিতভাবেই তাদের নিকট পৌছে দেওয়া হচ্ছে।
পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাখা সুত্রে জানা যায়, ঈশ্বরদীতে পদ্মানদী নদী থেকে অবৈধভাবে যেসব জায়গা থেকে বালু উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে, সেগুলো সরকারীভাবে ইজারদারী দেওয়া হলে বছরে কয়েক কোটি টাকা টাকা রাজস্ব পাওয়া সম্ভব।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. আকিবুল ইসলাম চুক্তিমত ছাত্রদল সভাপতি তানভির হাসান সুমন ওরফে আমেরিকান সুমনের নিকট টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় বন্ধ করা হবে।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, ‘পদ্মানদী থেকে চুরি করে বালু উত্তোলন করে বিক্রয়কারীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিল না। খুব শিগগিরই চুরি করে বালু উত্তোলন ও বিক্রয়ের বিষয়ে বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ