শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শনিবার

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ডিসেম্বর ৬, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

ঈশ্বরদীতে দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ ডিসেম্বর শনিবার। ঈশ্বরদীর সচেতন ব্যবসায়ী সমাজের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে পাঁচ দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারিরা অংশ নেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে মঞ্চসহ সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম মোর্শেদ, বিশেষ অতিথি ও অনুষ্ঠান পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্বারি মাওলানা কাউসার হোসাইন।

ঈশ্বরদী পৌর এলাকার নারিচা গোরস্থান-সংলগ্ন শাওন চা কোম্পানির সামনের মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলাদেশ, মিশর, ইরান, পাকিস্তান, মরক্কো পাঁচটি দেশের ক্বারি ও শাইখ এতে অংশ নেবেন। তারা হলেন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বাংলাদেশ, মিশরের ক্বারি ইয়াসির শাবকাউঈ, ইরান থেকে ক্বারি হামাদ রেজা আহমাদি ওয়াফা, পাকিস্তানের ক্বারি হাম্মাদ আনোয়ার নাফিসী এবং মরক্কো থেকে ক্বারি ইলিয়াস আল মিহয়াউঈ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ঈশ্বরদী শাওন চা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব আব্দুস সালাম বলেন, ‘ইতোমধ্যে আমাদের সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প সময়েই বাকি কাজ শেষ হবে। নারী ও পুরুষ মিলে আনুমানিক ৩০ হাজার দর্শক যাতে অনুষ্ঠানটি উপভোগ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সম্মেলনের প্রস্তুতি সরেজমিন দেখতে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল।

তিনি আয়োজকদের বলেন, ‘ঈশ্বরদীতে আন্তর্জাতিক এ সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি, সেই সাথে আমরা আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, সাবেক পোস্ট মাস্টার আব্দুল মতিন, উপজেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, পৌর ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ইয়াছির আরাফাত সুজন, ইবনে সিনা ফার্মার এরিয়া ম্যানেজার আজাদ হোসেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য শিক্ষক ফজলুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ