ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে বিএনপির দুই কর্মীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে গত ২৬ নভেম্বর দুই গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার সন্ধ্যায় পাকশী ৮নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অবস্থানরতদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া গ্রামের জফু বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪৫), মৃত আফাজ উদ্দিনের ছেলে আইনুল (৫৮) এবং একই এলাকার পথচারী আব্দুর রাজ্জাকের ছেলে নাছিম (২৭)।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের পরিবার জানায়, রোববার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসে ছিলেন সেলিম, আইনুলসহ অন্যান্যরা। এ সময় অপর গ্রুপ ঘটনাস্থলে এসে শর্টগান ও পিস্তল নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
গুলিতে আইনুল ইসলামের বাম হাঁটুর নিচে, বাম হাতের কব্জি এবং উরুতে আঘাত লাগে। সেলিম বিশ্বাসের ডান উরুর মাংসপেশি, পায়ের তালু এবং কনুইতে গুলি লেগে গুরুতর আহত হন। পথচারী নাছিমও গুলিতে আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সেলিম ও আইনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাছিম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা যায়, গুলিবিদ্ধ সেলিম ও আইনুলের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।