রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
ডিসেম্বর ৮, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

ঈশ্বরদীতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ ডিসেম্বর) সচেতন ব্যবসায়ী সমাজের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা ক্বারিরা অংশ নেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মুফতি আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. গোলাম মোর্শেদ। বিশেষ অতিথি ও অনুষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ক্বারী মাওলানা কাউসার হোসাইন। এছাড়া অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি ও পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।

ঈশ্বরদী পৌরসভার নারিচা গোরস্থান সংলগ্ন শাওন চা কোম্পানির মাঠে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইরান, পাকিস্তান ও মরক্কোর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিরা তাদের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। অংশগ্রহণকারী ক্বারিদের মধ্যে ছিলেন বাংলাদেশের শাইখ আহমাদ ইউসুফ আজহারী, মিশরের কারি ইয়াসির শাবকাউঈ, ইরানের কারি হামাদ রেজা আহমাদি ওয়াফা, পাকিস্তানের কারি হাম্মাদ আনোয়ার নাফিসী এবং মরক্কোর কারি ইলিয়াস আল মিহয়াউঈ।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও শাওন চা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুস সালাম জানান, সম্মেলনের জন্য প্রায় ১৫ থেকে ২৫ হাজার দর্শকের উপস্থিতির ধারণা করা হলেও বাস্তবে এর চেয়েও বেশি দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। তিনি বলেন, “পরবর্তী বছর আমরা আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা করছি। ঈশ্বরদীবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।”

সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন। পাবনার পুলিশ সুপার ও এনএসআই বিভাগের কর্মকর্তারা মেহমানদের বিদায় পর্যন্ত সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

আসরের নামাজের পর থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় আবাবিল শিল্পী সাংস্কৃতিক সংসদ ও নিশান শিল্পী গোষ্ঠীর সদস্যরা হামদ ও নাত পরিবেশন করেন। নারী-পুরুষ মিলিয়ে দর্শকরা যাতে স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সেভাবে প্যান্ডেল ও স্টেজ তৈরি করা হয়েছিল।

আন্তর্জাতিক মানের ক্বিরাতের পরিবেশনা আর সুশৃঙ্খল আয়োজনের জন্য এ সম্মেলন দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ