পাবনার ঈশ্বরদীতে ক্ষুদে উদ্যোক্তাদের অনুপ্রেরনা, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও নিজেদের উৎপাদিত পন্যের প্রচার-প্রসার বাড়ানোর উদ্দেশ্যে প্রথমবারের মত তিনদিনব্যাপি পন্য প্রদর্শনী মেলা সর্বমহলে প্রশংসিত হওয়ার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে। মেলায় স্থান পাওয়া ১৬ টি স্টলের মধ্যে ১২ টিই ছিল নারী উদ্যোক্তাদের দখলে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) বিকালে ঈশ্বরদী উপজেলা সড়কের আড্ডাখানা ক্যাফেটরিয়াতে উদ্ধোধনের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা পর্যায়ে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন প্রথম দিন ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে না পারলেও দ্বিতীয় এবং শেষ দিনে উদ্যোক্তা মেলা দর্শনার্থীদের পদচারণায় ছিল মুখরিত। দর্শনার্থীরা মেলার স্টলগুলোতে ভিড় জমাচ্ছিল।বেচাকেনা জমজমাট।
ঈশ্বরদী উদ্যোক্তা প্লাটফর্ম নামে একটি সংগঠনের আয়োজনে “ঘুচবো বেকারত্ব, গড়বো দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় ২০ জন তরুন উদ্যোক্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে এ উদ্যোক্তা মেলা। তাদের দাবী শুধু অনলাইনেই নয় অফলাইনেও নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পন্য বিক্রি হবে। মেলাতে পাটের তৈরি হ্যান্ড ব্যাগ, বিভিন্ন রকমের কেক, পিঠা পুলি, আঁচারসহ মেয়েদের জামাকাপড় ও প্রসাধনীতে প্রায় ১৫ টি স্টল জমজমাট হয়ে উঠেছে মেলা দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে। দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে।
আরিয়া ফ্যাশন এন্ড ফুড হাউজের একজন নারী উদ্যোক্তা আরিয়া তাহসিন অবন্তি বলেন, নতুন উদ্যোক্তা তৈরি ও নিজেদের পন্যগুলো ক্রেতাদের নজরে ও অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন উদ্যোক্তারা তাদের তৈরি পন্য বিক্রি করতে পারে মুলত সেকারনেই আমাদের এ মেলার আয়োজন। আমরা বিশেষ করে যারা নারী উদ্যোক্তা রয়েছি আমাদের পন্যগুলোর মান ঠিক রেখে সরাসরি ক্রেতাদের হাতে পৌছে দিতে চাই।
উদ্যোক্তা মেলার মূল আয়োজক শাহরিয়ার অমিত ও শফিকুল ইসলাম জয় বলেন, ঈশ্বরদীতে প্রথম এই মেলাটি আমরাই করছি। ঈশ্বরদীতে অনেক তরুন উদ্যোক্তা রয়েছে। তারা তাদের তৈরি পন্যের প্রচার করতে কেবল অনলাইন ব্যবহার করে। সেখান থেকে বেরিয়ে এসে তাদের এই প্রচারটা সরাসরি ক্রেতাদের সামনে করার লক্ষ্যেই মুলত নারী উদ্যোক্তাদের সহযোগিতায় তিনদিনব্যাপি এই মেলার আয়োজন। মুলত আমরা তরুন প্রজন্মকে উদ্যেক্তা হওয়ার প্রেরনা যোগাতেই এ উদ্যোক্তা মেলার আয়োজন করেছি।
মেলা দেখতে আসা পৌর শহরের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা নিজেদের প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, তিনদিনব্যাপি এ মেলাতে অনেক রকমের খবার ও পন্য দেখছি। বেশ ভালো লাগছে। তরুন উদ্যোক্তাদের এমন মেলা ঈশ্বরদীর জন্য ভালো কিছু হবে বলে আশা করছি।