“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গিকার” স্লোগান সামনে রেখে ঈশ্বরদী সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষক দিবস। সকালে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি কলেজ থেকে আকবরের মোড় হয়ে আবার কলেজ এসে শেষ হয়। এরপর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভার প্রথমে কোরআন থেকে তেলায়োয়াত করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জনাব নজরুল ইসলাম। এরপর সমস্ত শিক্ষার্থীদল ও বাংলাদেশ রোভার স্কাউটস এর পক্ষ থেকে সমস্ত শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম রবিউল ইসলাম।
আরো বক্তব্য রাখেন উপাধাক্ষ প্রফেসর হাফিজা খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তহমিনা শারমিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসান, বাংলা বিভাগের রাজিব হাসান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কবিতা চাকলাদার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল আউয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মুরারী মোহন দাস প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।