রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

নাগরিক শিল্পী সমাজের উদ্যোগে
ঈশ্বরদীতে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে তিনদিন ব্যাপী কনসার্ট

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করেছে পাবনার ‘ঈশ্বরদী নাগরিক শিল্পী সমাজ’। এ কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যায় জনপ্রিয় শিল্পীদের।

গত বুধবার ও বৃহস্পতিবার ঈশ্বরদী বাজারের রেলওয়ে টিকিট কাউন্টার, শুক্রবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর পাদদেশ এবং পৃথক আয়োজনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করেছে বাদ্যযন্ত্র শিল্পী ও কণ্ঠশিল্পীরা।

কণ্ঠশিল্পী রাশেদুল ইসলাম জীবন বলেন, ‘বন্যাকবলিত এলাকার মানুষেরা আজ দুর্যোগের শিকার। তাঁরা হয়ত কিছুদিন আগেও অনেক ভালোভাবে দিনযাপন করছিলেন। কিন্তু এখন দুর্যোগের শিকার হয়ে তাদের ত্রাণ গ্রহণ করতে হচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতি পরিমাপ করা কঠিন। কিন্তু আমরা তাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো দিয়ে তাদের পাশে থাকতে পারি।’

জানতে চাইলে ঈশ্বরদীর জনপ্রিয় সঙ্গীত পরিচালক তহিদুল ইসলাম তরুণ বলেন, ‘মানুষ মানুষের জন্য এ জন্য আমরা কণ্ঠশিল্পী হিসেবে এগিয়ে এসেছি। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছি, যেখানে স্থানীয় সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছে। আমরা সব সময় বন্যার্তদের পাশে আছি।’

সবশেষ আয়োজন সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই সঙ্গীত পরিচালক।

কলের গান সংগঠনের পরিচালক মানিক মন্ডল বলেন, ‘বন্যার্ত মানুষের পাশে আমরা নগদ অর্থ সংগ্রহ করছি কয়েকদিন ধরে। এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে একজন শিল্পী হিসেবে এগিয়ে এসেছি। আমাদের সংগঠনসহ আরও কিছু শিল্পীরাও নগদ অর্থ দিচ্ছি। দ্রুত বানভাসি মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই কাম্য।’

এই আয়োজনে সমন্বয় করে অভিনেতা এম কে এইচ পামির, কবি হাক্কেমামুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসাধারন সম্পাদক ওহেদুজ্জামান টিপু, বেতার শিল্পী মো. আলমগির ও মাদকবিরোধী সংগঠন মানাবের সভাপতি মাসুম পারভেজ কল্লোল, সাংবাদিক শাহিনুর রহমান বাঁধন, ব্যবসায়ী বজলুর রহমান, সংগীতশিল্পী শামীম আলম, এস টি এল শামীম প্রমুখ।

 

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!