বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে শিক্ষক পদত্যাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২৮, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে সরকারী নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রনালয়ের নির্দেশ অমান্য করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রহিমের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিভিন্ন উগ্রবাদী স্লোগান ও বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার(২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় চত্বরে এ বিক্ষোভ কর্মসুচী করা হয়েছে। এদিকে গত রবিবার শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগে কোনপ্রকার বিক্ষোভ বা বল প্রয়োগ করা যাবেনা বলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করেন।

শিক্ষা মন্ত্রনালয়ের সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করাতে স্থানীয়দের মাঝেও সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রধান শিক্ষকের দাবী বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আলামীন ও মাতৃভাষা শিক্ষক মনোয়ার শেখ শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে এমন অযৌক্তিক বিক্ষোভ ও আন্দোলন করাচ্ছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, স্বৈরচারী সরকারের ক্ষমতার বলে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান শিক্ষক আব্দুর রহমান। তাই তার পদত্যাগের দাবীতে বিক্ষোভ করছি আমরা সাধারন শিক্ষার্থীরা। শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রনালয়ের নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানে এমন আন্দোলন ও প্রধান শিক্ষককে পদত্যাগে বলপ্রয়োগ করা কতটুকু যৌক্তিক? এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের যথাযথ প্রমান রয়েছে কিনা তা জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, এমন নির্দেশনা দিয়েছে সেটা আমাদের জানা নেই।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রহিম বলেন, আমার বিরুদ্ধে শিক্ষার্থীরা যেসকল অভিযোগ নিয়ে এসেছে তা সম্পূর্ণ মিথ্যা। বিগত সময়ের আক্রোশ ও আমার চেয়ারে বসার জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আলামীন ও মাতৃভাষা শিক্ষক মনোয়ার শেখ শিক্ষার্থীদের উষ্কানি দিয়ে এ বিক্ষোভের আয়োজন করেছে। তারা ছাত্রদের দিয়ে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়েছে যেন আমি বিদ্যালয়ে আসতে না পারি। আমি এমন অযৌক্তিক বিক্ষোভের তীব্র নিন্দা জানাচ্ছি।


নবম শ্রেণির শিক্ষার্থী আতিফ হাসান বলেন, ‘নানাবিধ ফি’য়ের নামে নিয়মিত আমাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। কোচিং করতে বাধ্য করতেন আমাদের প্রধান শিক্ষক। কোচিং না করলে টিসি দেওয়ার হুমকি দিতেন।’
ঝুমুর খাতুন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি না মানলে আমরা শিক্ষা অফিস ঘেরাও করবো।’


এদিকে ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের দিয়ে এমন বিক্ষোভ করানো হচ্ছে এ অভিযোগের সত্যতা জানতে রেলওয়ে নাজিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক রুহুল আলামীন ও মনোয়ার শেখের সঙ্গে মুঠোফোনে কথা হলে তারা এ অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে বলেন, প্রধান শিক্ষক বিগত সময় নানা দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরচারী আচরন করেছে। তাই শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচী করছে। আমরা তাদের সব সময় সতর্ক করেছি কোনপ্রকার অস্থিরতা যেন সৃষ্টি না হয়।

রেলওয়ে নাজিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থপক(ডিআরএম) শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, আমরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাতে মনে হয়েছে তারা কারো ইন্ধনে এ বিক্ষোভ করছে। তাদের অভিযোগ এবং দাবীগুলোও খুব একটা যৌক্তিক মনে হয়নি। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, ‘শিক্ষার্থী এবং শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
ছাত্রলীগ আমার শৈশবের প্রান ছিলো-নুরুজ্জামান বিশ্বাস

ছাত্রলীগ আমার শৈশবের প্রান ছিলো-নুরুজ্জামান বিশ্বাস

ঈশ্বরদী কলেজ রোড : রাস্তা দখল করে চলছে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ

ঈশ্বরদী কলেজ রোড : রাস্তা দখল করে চলছে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ

মানুষ মানুষের জন্য, সহযোগিতার হাত বাড়িয়ে দিন
ঈশ্বরদীতে অর্থাভাবে বন্ধ পাঁচ বছরের শিশু মারিয়ামের চিকিৎসা

ভালোবেসে বিয়ে, স্ত্রীকে গুলি করে খুন করায় স্বামীর মৃত্যুদণ্ড

ভালোবেসে বিয়ে, স্ত্রীকে গুলি করে খুন করায় স্বামীর মৃত্যুদণ্ড

শখের বসে ছাদ বাগান করে সফল উদ্যোক্তা ঈশ্বরদীর জান্নাতুল ফেরদৌস যুথি

ঈশ্বরদীতে অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হচ্ছে লিচু, লোকসানের শঙ্কা

আজ হলি আর্টিজান হামলার ৭ বছর : সেদিন যা ঘটেছিল

Бесплатные Онлайн-слоты Играйте В Оригинальные Слоты Gaminator Онлай

Бесплатные Онлайн-слоты Играйте В Оригинальные Слоты Gaminator Онлай

সহযোগী সংগঠন মাঠে থাকায় ঈশ্বরদীতে নাশকতা করতে পারেনি জামায়াত-শিবির : এমপি গালিব

খেলা হবে রাজপথে, শান্তিপূর্ণ উপায়ে : নূরুজ্জামান বিশ্বাস

খেলা হবে রাজপথে, শান্তিপূর্ণ উপায়ে : নূরুজ্জামান বিশ্বাস

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>