খোঁজখবর |
সম্মিলিত সামরিক হাসপাতালে শামসুল হক টুকুর সঙ্গে গালিবুর রহমান শরীফ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক টুকুকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।
শনিবার সকালে তিনি হাসপাতালে যান।
গালিবুর রহমান শরীফ এমপি একটি ছবি ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘তিনি (শামসুল হক টুকু) অনেকটা সুস্থ এখন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে পাবনার বেড়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শামসুল হক টুকু। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর জরুরি চিকিৎসার জন্য ওইদিন বেলা তিনটার দিকে হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকায় নেওয়া হয়।