রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন বিদেশ ফেরত যুবক

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ২৮, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঈশ্বরদী-খুলনা রেলপথের উপজেলা সদরের পাতিবিল এলাকায় এই ঘটনা ঘটে। অঞ্জন শহরের পিয়ারাখালী মহল্লার ৩ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার অনন্ত কুমার সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী অভিমুখে আসছিল। ধারণা করা হচ্ছে, রেললাইন অতিক্রম করার সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অঞ্জন বেশ কয়েক বছর ধরে প্রবাসে ছিলেন। গেল সপ্তাহে তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এরপর থেকে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ওই যুবকের মাথা থেঁতলে গেছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

তিনি আরও বলেন, রেললাইনে সব সময় ১৪৪ ধারা জারি থাকে। আশপাশের মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ফলে দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>