মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

কর্মসংস্থান না হওয়ায় ঈশ্বরদীতে বিএ পাশ বেকার যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ২৬, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

কর্মসংস্থান না হওয়ায় বিএ পাশ বেকার যুবক সাব্বির হোসেন শুভ (২৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পরিবারের। মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী ডাল গবেষণাগারের এগ্রিকালচারে লিচু বাগানের একটি লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকা শুভর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুভ ঈশ্বরদী শহরের আলহাজ্ব ক্যাম্প গোরস্থান এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

আত্মীয়-স্বজনরা জানান, বিএ পাশ করে বেকার অবস্থায় বেশ কয়েক বছর ধরে বাড়িতে বসে ছিল। কর্মসংস্থানের চেষ্টা করছিল। আর্থিক সংকট নিয়ে বেশ হতাশায় ভুগতে ছিল। গত তিনদিন আগে বাড়ি থেকে বের হয়। মোড়ের আশেপাশে ঘোরাফেরা করে। কিন্তু বাড়িতে যাচ্ছিল না। আজ দুপুরে ডাল গবেষণাগারের এগ্রিকালচারে লিচু বাগানের লিচু গাছে গলায় ফাঁস নিয়ে ঝুলে থাকার খবর শুনে আসছি।তবে এটি আত্মহত্যা না হত্যা না আমরা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে হতাশা থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে।

পুলিশ জানাই, দুপুরে ডাল গবেষণাগারের শ্রমিকরা লিচুর গাছের উঁচু ডালে গলায় দড়ি বেঁধে এক যুবককে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশটি উদ্ধার করে থানা আনা হয়েছে।

ঘটনাস্থলে পরিদর্শনে এসে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়াও তার পরিবার থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ