রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে নৌকার প্রচারনায় মহিষের গাড়ির শোভাযাত্রা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ৩১, ২০২৩ ২:০৪ পূর্বাহ্ণ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে প্রয়াত ভূমিমন্ত্রী পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে নৌকার মাঝি গালিবুর রহমান শরীফকে বিজয়ীর লক্ষ্যে নৌকা প্রতীকের প্রচারণায় ঈশ্বরদীতে এই প্রথম ঢাক ঢোল পিটিয়ে মহিষের গাড়ি নিয়ে ব্যতিক্রমী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ডিসেম্বর) বিকাল ৩ টায় ঈশ্বরদী ইসলামপুর ভূতের গাড়ি মোড় থেকে শুরু হয়ে ফতেমোহাম্মদপুর, ঈশ্বরদী বাজার, রেলগেট,আলোবাগ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইসলামপুরে এসে এ শোভাযাত্রা শেষ হয়। স্বেচ্ছাসেবী সংগঠন নিদারুন সংঘর উদ্যোগে ব্যতিক্রমী নৌকা প্রচারণার শোভাযাত্রায় ইসলামপুর,পাতিলাখালী,নারিচা আরপাড়া,পতিরাজপুর সহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।শ্রমীকলীগ নেতা ও নিদারুন সংঘ র সভাপতি তানভির আহম্মেদ রাজিব এর সভাপতিত্বে এ মঙ্গল শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর মেয়র ঈসাহক আলী মালিথা,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ মোল্লা,উপজেলা তাতীলীগের সভাপতি বাদশা আলমগীর আকমল,যুবলীগ নেতা আরিফ হোসেন,রাজা হোসেন সালাউদ্দিন মালিথা যুবলীগ, ছাত্রলীগ সহ প্রমুখ।

শ্রমিকলীগ নেতা তানভির আহম্মেদ রাজিব বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির জনক।কৃষকদের অধিকার ঐতিহ্য ধরে রাখতে তিনি সারাজীবন সংগ্রাম করে গেছেন।আগে গ্রাম বাংলায় চলাচলে এই মহিষের গাড়ি ই ছিলো প্রধান যানবাহন। আগামী ৭ ই জানুয়ারি ঈশ্বরদী -আটঘরিয়ার নৌকার মাঝি গালিবুর রহমান শরীফ কে বিপূল ভোটে জয়ী করতে মহিষের গাড়ির এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে ও গ্রাম বাংলার ঐতিহ্য কে ধরে রাখতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।

পৌর মেয়র ঈসাহক আলী মালিথা বলেন, ঈশ্বরদীতে এই প্রথম এমন ব্যতিক্রমী নৌকা প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।আগামী ৭ ই জানুয়ারি নৌকার মাঝি গালিব কে জয়ী করে আমরা এই গ্রাম বাংলার ঐতিহ্য কে টিকিয়ে রাখতে চাই।প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীকে মনোনীত করেছেন।আমরা তার বিজয় সুনিশ্চিত করেই ছাড়বো।এদিকে নৌকার মাঝি গালিব কে বিজয়ী করতে নিদারুণ সংঘের ব্যতিক্রমী এমন উদ্যোগে আয়োজিত মহিষের গাড়ির আনন্দ শোভাযাত্রা দেখতে রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ