বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

পাবনা-৪ ( ঈশ্বরদী-আটঘরিয়া ) 
মনোনয়ন জমা দিলেন আ.লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ৩০, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

মনোনয়ন জমা|

পাবনা-৪ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন গালিবুর রহমান শরীফ। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে | ছবি : আমাদের ঈশ্বরদী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন। তিনি তার ওয়াদা পালন করেছেন। তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি, এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

গালিবুর রহমান শরীফের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুবীর কুমার দাস।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, ঈশ্বরদী পৌরসভায় মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল রহমান হব্বুল, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছ উর রহমান শরীফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য বশির আহম্মেদ বকুল প্রমুখ।

পাবনা-৪ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন গালিবুর রহমান শরীফ। বুধবার দুপুরে আটঘরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে | ছবি : আমাদের ঈশ্বরদী

মনোনয়ন জমা|

পাবনা-৪ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন গালিবুর রহমান শরীফ। বুধবার দুপুরে আটঘরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে | ছবি : আমাদের ঈশ্বরদী

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ