শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে রাইচ মিলের গোডাউনের তালা ভেঙে ১৭৫ বস্তা চাউল চুরি

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৭, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

ঈশ্বরদীতে একটি রাইচ মিলের গোডাউনের তালা ভেঙে ১৭৫ বস্তা চাউল চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে পাকশীর দিয়াড় বাঘইল এলাকার জগলুল পাশা (জগু) এর রাইস মিলের গোডাউনের তালা কেটে এ চুরি হয়।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে চাউল ব্যবসায়ী হান্নান মালিথা গোডাউনে গিয়ে দেখেন, তার গোডাউনের সব তালা ভাঙা। এবং গোডাউন থেকে ১৭৫ বস্তা চাউল চুরি হয়ে করে নিয়ে গেছে চোরেরা।

চাউল ব্যবসায়ী হান্নান মালিথা বলেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে চালের গোডাউনে তালা দিয়ে বাড়ি চলে যাই। রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ ওই দুর্বৃত্তরা আমার এই গোডাউনের পাঁচটি তালা কেটে ভেতরে ঢুকে ২৫ কেজি ওজনের ১৭৫ বস্তা চাউল নিয়ে যায়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ট্রাক বোঝাই করে ওই চাউল নিয়ে গেছে। ওই চুরি যাওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে তিনি জানান।

এই বিষয়ে জানতে চাওয়া হলে ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত হাসান বাসির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ