হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলার চর-ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির তরুন বিশ্বাস।
সোমবার রাতে হুমায়ুন কবির তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, তার প্রতি দয়া কর, তাকে শান্তিতে রাখ, তাকে মাফ কর, তার অবস্থানকে মর্যাদা দান কর, তার কবরকে প্রশস্ত কর, পানি বরফ এবং শিলাবৃষ্টি দ্বারা তাকে ধৌত কর, অপরাধ থেকে তাকে পবিত্র কর, যেমন সাদা কাপড়কে ময়লামুক্ত করা হয়। হে আল্লাহ! তার দুনিয়ার বাসভবন হতে উত্তম বাসভবন তাকে দান কর, তার পরিবার হতে উত্তম পরিবার, তার স্ত্রী হতে উত্তম স্ত্রী দান কর, তাকে জান্নাতে দাখিল কর এবং রক্ষা কর কবরের আযাব হতে, জাহান্নামের আযাব হতে।
এতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সাঈদীর একটি ছবি জুড়ে দিয়ে সহীহ মুসলিম হাদিস উদ্ধৃত করেন।
এদিকে তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে ঈশ্বরদীর সবর্ত্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠতেই মঙ্গলবার রাত ১২.৫১ মিনিটে ফেসবুক থেকে তার স্ট্যাটাসটি মুঝে ফেলেন।