বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

পাবনা-নাটোর মহাসড়ক
ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঈশ্বরদীর যুবক নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৩১, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

ঈশ্বরদীর পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) দিবাগত রাত ১০টায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদীর মুলাডুলি উত্তরপাড়া গ্রামের লালন হোসেনের ছেলে আবির হোসেন (২৩) এবং বড়াইগ্রাম রাজাপুর গড়মাটি গ্রামের ডাবলু হোসেনের ছেলে মনন হোসেন (২২)।

বাঁয়ে মাহমুদুল হাসান মনন ও ডানে আরিয়ান হাসান আবির।


বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকরামুল ইসলাম বলেন, ‘গড়মাটি থেকে মোটরসাইকেল রাজাপুর বাজারে যাওয়ার পথে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আরোহী দুই যুবক নিহত হয়।’

বনপারা হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, ‘দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী