নাটোরের লালপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে মোজদার রহমান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রাম মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোজদার (৪২) বামনগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত তাছের আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো মোজদার রাতে গোপালপুর বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় মোজদারের পায়ে সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।