দেশমাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে ঈশ্বরদী বারোয়ারী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে ৩২ প্রহরের মহানামযজ্ঞ ও ১৬ প্রহরের অষ্টকালীন লীলাকীর্তন শুরু হয়েছে। গত রবিবার থেকে শুরু হয়ে আগামীকাল বুধবার পর্যন্ত মহানাম যজ্ঞাষ্ঠআন এবং আগামী ৮ ও ৯ জুন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন শেষে আগামী শনিবার ১০ জুন ভোগ দর্শন, মহাপ্রসাদ বিতরণ ও দধিমঙ্গলঅন্তে মহন্ত বিদায় অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের আয়োজক ঈশ্বরদী বারোয়ারী সম্প্রদায়ের দিনহীন ভক্তবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, ৩২ প্রহরব্যাপী নাম সুধা পরিবেশনায় রয়েছেন বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, শিব শংকর সম্প্রদায়, খুলনার শ্রী শ্রী মা ভবতারিণী সম্প্রদায়, নব নিত্যনন্দ সম্প্রদায়, নরসিংদী পার্থসারথী সেবা সংঘ সম্প্রদায় ও দাশুড়িয়ার নিত্যানন্দ সম্প্রদায়।
১৬ প্রহর ব্যাপী নীলা কীর্তন পরিবেশনায় রয়েছেন নাটোরের সুকৃতি মজন্ত, যশোরের কৃষ্ণা পাল, চাঁপাইনবাবগঞ্জের নরোত্তম দাঁত বাবলু ও নাটোরের অঞ্জনা দাসী। এসব আয়োজন এর পরিচালনায় রয়েছেন ঈশ্বরদীর ভক্ত সেবা সংঘ।