পাবনার ঈশ্বরদী উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরিণ বোরো চাল ও ধান সংগ্রহ অভিযানের হয়েছে। বুধবার ঈশ্বরদী ও মুলাডুলি সংরক্ষনাগারের গুদামে কৃষক ও মিলারদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদীর ইউএনও (ভারপ্রাপ্ত) টিএম রাহসিন কবির।
এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা জয়নাল আবেদীন, খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও), মাহফুজ আলম আসাদ, এসএমও (মুলাডুলি) শেখ আব্দুল হান্নান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পাবনা জেলা চাউল-কল মালিক গ্রæপের সাধারণ সম্পাদক ফজলুল হক মালিথা, ঈশ্বরদী উপজেলা চাউল-কল মালিক গ্রæপের সভাপতি জুলমত হায়দার, উপজেলা ধান-চাউল ব্যবসা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মল্লিক, কৃষক মুরাদ আলী মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় প্রতিকেজি ৪৪ টাকা দরে ঈশ্বরদী সরকারি খাদ্যগুদামের জন্য ৪ হাজার ৪৭৬ মেট্রিক টন চাল ও ৩০ টাকা কেজি দরে ধান কেনা হবে ১১১ মেট্রিক টন। একইভাবে মুলাডুলি খাদ্যগুদামের জন্য চাল ৪ হাজার ৪৭৬ ও ধান কেনা হবে ১১২ মেট্রিক টন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।