মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. দাশুড়িয়া
  14. ধর্ম
  15. নির্বাচন

‘ও কালাচান’ নিয়ে আসছেন রাকা পপি

প্রতিবেদক
আমাদের বিনোদন রিপোর্ট :
মে ৯, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ

সংগীতের একাধিক শাখায় দখল আছে তার। বর্তমানে পড়াশোনাও করছেন সংগীত বিষয়ে। বলা হচ্ছে, সংগীতশিল্পী রাকা পপির কথা। মা-বাবার ইচ্ছেতে ছোটবেলাতেই গানের সঙ্গে যুক্ত হওয়া, পেয়েছেন তাদের পূর্ণ সমর্থন। তার ভালোবাসার অনেকটা জায়গাজুড়েই গান। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত গান করেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেতে যাচ্ছে রাকা পপির নতুন গানচিত্র। ‘ও কালাচান’ শিরোনামের গানটি লিখেছেন রামানন্দ সরকার। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন।

 

সংগীতশিল্পী রাকা পপি


গানের কথার সঙ্গে মিল রেখে গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আলভি মামুন ও তৃষ্ণাকে। আছে রাকা পপির উপস্থিতিও।

নিজের নতুন এই গান নিয়ে উচ্ছ্বসিত রাকা পপি বলেন, ‘দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন খুবই চমৎকারভাবে গানটির সুর ও সংগীত করেছেন। গানটির কথা, সুর, সংগীত এবং সেই সঙ্গে ভিডিও সব মিলে এত নান্দনিক একটা কাজ হয়েছে যে, আমি মনে করি বর্তমান সময়ের দর্শকদে-শ্রোতাদের ভীষণ ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমি এবং আমার টিমের সবার পরিশ্রম সার্থক।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, বৃহস্পতিবার (১১ মে) ইউটিউবে তাদের চ্যানেলে উন্মুক্ত করা হবে ‘ও কালাচান’ গানটির ভিডিও। সেই সঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!