ঈশ্বরদী বাজারসহ হাট-বাজারে দেশি মোজাফরপুরি জাতের এ লিচু দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এ লিচু আকারে ছোট ও বিচি বড়। গতবছর ১০০ দেশি লিচু ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়েছে। এবার লিচু বিক্রেতারা ১০০ লিচুর দাম হাঁকছেন ২৬০-২৮০ টাকা।
সরেজমিনে দেখা গেছে, ঈশ্বরদী বাজারের রিকশাস্ট্যান্ড, চাঁদ আলী মোড়, রেলগেট, রেল ফুটওভার ব্রিজ মোড়, রেলস্টেশনের সামনে ফলের দোকানে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। এছাড়াও আওতাপাড়া, দাশুড়িয়া ও মুলাডুলি হাটে লিচুর বেচাকেনা শুরু হয়েছে। ঈশ্বরদীর লিচু সুস্বাদু ও রসালো হওয়ায় অনেকে কিনছেন।
উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, ঈশ্বরদী তিন হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩১ হাজার মেট্রিক টন।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, বাজারে মোজাফরপুরি জাতের দেশি লিচু উঠা শুরু হয়েছে। এগুলো আগাম হয়। উপজেলায় ৮০ শতাংশ বোম্বাই লিচু ও ২০ শতাংশ দেশি লিচুর আবাদ হয়। বোম্বাই জাতের লিচু জ্যৈষ্ঠের মাঝামাঝিতে উঠা শুরু হবে।