রবিবার , ২৮ মে ২০২৩ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে ছাত্রলীগের পর এবার পুলিশ পেটাল যুবদল

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ২৮, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ

ছাত্রলীগের হামলার একদিন পর পাবনার ঈশ্বরদীতে এবার পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় পাবনার ঈশ্বরদীর রেলগেট এলাকা থেকে শনিবার (২৭ মে) রাতে যুবদলের ছয় নেতা ও কর্মীকে আটক করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ঈশ্বরদীর মুনসিদপুর হাইওয়েতে পুলিশের ওপর হামলা করেন ছাত্রলীগের দুই নেতা।

আটতকরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনা মনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েল, চয়ন, হাবিব, তরিকুল ও মামুন।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের ভাষ্য, রাতে সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর রেলগেট বন্ধ থাকায় পূর্ব ও পশ্চিম পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পশ্চিম পাশে বিমানবন্দর থেকে আসা একটি হাইয়েস গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করালে যানবহন চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট তীব্র আকার ধারণ করে। এসময় ট্রাফিক কনেস্টবল জাহিদ গাড়িটিকে সোজা করে রাখার জন্য বলেন যুবদল নেতা সোনামনিসহ অন্যান্যরা মারমুখী আচরণ করতে থাকে। এ ঘটনা বডি অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে বুঝতে পেরে ক্যামেরা ছিনিয়ে নিয়ে কনেস্টবল ও টিএসআইকে মারধর শুরু করে। মারধরের মধ্যেই কনেস্টবল জাহিদ সোনামনিকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে আসে। অন্যরা রেলগেট এলাকায় সোনামণি ও জাকির জুয়েলের বড় ভাই বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অফিসে আশ্রয় নেয়। তাৎক্ষণিক ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে থানা পুলিশ পিন্টুর অফিসের তালা ভেঙে ভেতর থেকে অন্যান্যদের গ্রেপ্তার করে। তবে বডি অন ক্যামেরা উদ্ধার হয়নি।



রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করে রাস্তার উপর গাড়ি রাখা, সরকারী কাজে বাধা, ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর হামলাসহ বডি অন ক্যামেরা চুরির ঘটনায় ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) মোঃ জাহিদ শেখ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছে। মামলায় আটক ৬জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় ১০জন নামীয় ও অজ্ঞাত আরও ৩০/৩৫জনকে আসামী করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।



এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান বাসির জানান, জাকারিয়া পিন্টুর অফিসে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টিএসআই বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এ ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস বলেন, শুনেছি পুলিশের সঙ্গে হাতাহাতি হয়েছে, কিন্তু বিস্তারিত ঘটনা জানি না।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ