বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে দুস্থদের শাড়ী-লুঙ্গি ও অটোরিকশা ঈদ উপহার

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ২০, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদী উপজেলার দুস্থ্য অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গী বিতরণ করেছেন প্রয়াত ভূমিমন্ত্রীর ছেলে ও জেলা আওয়ামীলীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক। এছাড়া কর্মহীন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনটি অটোরিকশা দিয়েছেন তিনি।

বুধবার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ মহল্লায় নিজ বাড়ি প্রাঙ্গনে এসব ঈদ উপহার বিতরণ করেন কনক শরীফ।

রমজানের শুরু থেকে এ পর্যন্ত অন্তত সাত হাজার মানুষকে শাড়ী লঙ্গী বিতরণ করেছেন। এছাড়া কর্মসংস্থানের জন্য তিনজন অসহায় মানুষকে তিনটি ব্যাটারীচালিত অটোরিকশা দেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানও দিয়েছেন সাকিবুর রহমান শরীফ কনক।

ঈদ উপহার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কনক শরীফ বলেন, তার বাবা উত্তরবঙ্গের সিংহ পুরুষ, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু প্রতি ঈদের আগে এভাবেই মানুষদের ঈদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গী বিতরণ করতেন। শীতে কম্বল দিতেন। মানুষের পাশে থেকেছেন আজীবন। সেসময় বাবার সাথে আমিও ছিলাম। তাকে দেখে মানুষের জন্য কাজ করেছি। তার দেখানো পথে বিভিন্ন গরীব মানুষকে শেখ হাসিনার পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বাবা করে গেছেন, আমিও করছি। করোনাকালে মানুষের পাশে থেকেছি। অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও যতদিন প্রাণ আছে ততদিন শেখ হাসিনার পক্ষ থেকে মানুষের পাশে থাকবো।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ