মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. দাশুড়িয়া
  14. ধর্ম
  15. নির্বাচন

রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যা : স্বামী রিমান্ডে, স্ত্রী কারাগারে

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
মার্চ ২৮, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

পাবনার রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত আব্দুল মমিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ পরিদর্শক (এসআই) তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু মমিনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

পরে শুনানি শেষে পাবনা আমলী আদালত-২ এর বিচারক শামসুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুইদিনের রিমান্ডে নেওয়া হয় মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিখোঁজ হওয়ার দুইদিন পর গত শনিবার সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে সম্রাটের বাবা আবু বক্কার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!