রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

পাকশী রেলওয়ের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ৮, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
পাকশী রেলওয়ের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরের প্রকৌশলী-১ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ‘রাজবাড়ি রেল সেকশনে’ রাজবাড়ি রেলওয়ে ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) লিয়াকত শরীফ খান।

পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ আয়োজিত শীতকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ নাজিব কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু, পাকশী বিভাগীয় রেলওয়ের যশোরের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালিউল হক, চুয়াডাঙ্গা সহকারী নির্বাহী প্রকৌশলী, হাবিবুর রহমান, রাজবাড়ি সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস, রেলওয়ের নিরাপত্তা বাহিনী রাজবাড়ির ওসি মিয়া মহম্মদ আল মামুন।

এতে সঞ্চালনা করেন রাজবাড়ির রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।

উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা রেল ফাইটার্স বনাম রাজবাড়ি রয়্যালস অংশগ্রহণ করেন।

খেলা শেষে দুটি দলের মাঝে ম্যান অব দ্যা ম্যাচের ‘টফি’ পুরস্কার তুলে দেওয়া হয়।
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পাকশী বিভাগীয় রেলওয়ের অধীনে তিনটি সেকশনের যশোর ফ্যালকন্স, চুয়াডাঙ্গা রেল ফাইটার্স, রাজবাড়ি রয়্যালস, অংশগ্রহণ করছে।

২৯ জানুয়ারি (শনিবার) পাকশী বিভাগীয় সদর দফতরের ঈশ্বরদীর পাকশী রেলওয়ে ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ