বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ৪, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনার ঈশ্বরদী উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেল ৫টায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে এ শোভাযাত্রার উদ্বোধন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

পরে শোভাযাত্রার নেতৃত্ব দেন আওয়ামীলীগ তথ্য ও বিষয়ক উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।

ঈশ্বরদী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী স্টেশন রোড পুরাতন মোটরস্ট্যান্ডের সামনে পৌঁছে শোভাযাত্রাটি পথসভায় মিলিত হয়।
এ সময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস।

সেখানে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা সাকিবুর রহমান শরীফ কনক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান।

এদিন সন্ধায় ঈশ্বরদী স্টেশন রোডে উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!