রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা দেবার প্রত্যয়ে প্রতিষ্ঠিত দাশুড়িয়ায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের একমাত্র প্রি-ক্যাডেট স্কুল “দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল” এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ ডিসেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত হয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আশুতোষ পাল ও সরোয়ার জাহিদ তপন । এসময় বক্তারা বলেন ,দাশুড়িয়াতে মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করছে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল। বিদ্যালয়টির উল্লেখযোগ্য ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষা প্রদানের প্রশংসা করে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন তারা। সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের পাঠদানের বিষয়ে আলোচনা করে আগামীতে আরও ভাল করার জন্য বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। নিয়মিত সচেতনতা সভা, পরীক্ষা ও শিক্ষকদের দায়িত্ববোধের প্রশংসা করেন তারা।
প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারী বলেন, করোনা কাটিয়ে নতুন বছরে আরও নতুনত্ব ও সৃজনশীল শিক্ষা নিয়ে পরিচালিত হবে এই প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী, শিক্ষিকা হাসিনা নিজাম, আন্না খাতুন, সাথী খাতুন, আরজুৃ মনোয়ারা, শিক্ষক সন্তোষ ও অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও এবিসি কোচিং সেন্টারের সাবেক শিক্ষক জাকির হোসেন। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ