কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উন্মাদনা ইতোমধ্যে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দল অংশগ্রহণ করতে না পারলেও এই খেলা নিয়ে এখন সর্বত্র আলোচনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে। এই উৎসব থেকে বাদ যাচ্ছেন না দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও।
সরকারের ১৩ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ফুটবল বিশ্বকাপ দেখেন এবং কেউ কেউ নির্দিষ্ট দলকে সমর্থনও করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
বেলজিয়াম ফুটবল দলের সমর্থক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ইমরান হোসাইন শরীফ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, মন্ত্রী বেলজিয়ামে পড়াশোনা করেছিলেন। সেজন্য তিনি বেলজিয়ামই সমর্থন করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আর্জেন্টিনার সমর্থক। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আইনমন্ত্রী আনিসুল হক
খেলা দেখলেও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক নির্দিষ্ট কোনো দলের সমর্থক নন। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, ‘স্যার নির্দিষ্ট করে কোনো দলকে সমর্থন করেন না। তবে তিনি খেলা দেখেন। গতকালও দেখেছেন।’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জাপান ফুটবল দলের সমর্থক। মন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রাজিল ফুটবল দলের সমর্থক বলে জানা গেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তিনি ব্রাজিল সমর্থন করেন বলেই আমি জানি।
এ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, উনি (ওবায়দুল কাদের) একটি বড় দলের সাধারণ সম্পাদক। ব্রাজিলের সমর্থনের বিষয়টি আর্জেন্টিনা বা অন্য কোন দলের সমর্থকরা যখন জানতে পারবেন তখন মন খারাপ করবেন। সেজন্য হয়ত উনি এ ইস্যুতে কথা বলেন না।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আর্জেন্টিনার সমর্থক। খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব্রাজিলের সমর্থক। এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার বলেন, ‘মন্ত্রী মহোদয় ব্রাজিল সমর্থন করেন।’
পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন
খেলা দেখলেও নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করেন না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মো. শাহাব উদ্দিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর বলেন, ‘তিনি ব্রাজিল, আর্জেন্টিনা এবং ইতালির খেলা বেশি দেখেন। তবে নির্দিষ্ট করে কোনো দলকে সমর্থন করেন না।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
ব্রাজিলের খেলা ভালো লাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ‘স্যার সেভাবে কোনো দলকে সমর্থন করেন না। তবে ব্রাজিলের খেলা ওনার ভালো লাগে।’
বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ব্রাজিলের সমর্থক বলে জানা গেছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আর্জেন্টিনার সমর্থক বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী আর্জেন্টিনা সাপোর্ট করেন।’
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ব্রাজিলের সমর্থক। তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জার্মানি ফুটবল দলের সমর্থক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান ঢাকা পোস্টকে বলেন, ‘স্যার জার্মানি সমর্থন করেন।