মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে ট্রাক্টর-নসিমনের সংঘর্ষে ইপিজেডের ৬ শ্রমিক আহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১৮, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ট্রাক্টর-নসিমনের সংঘর্ষে ইপিজেডের ৬ শ্রমিক আহত

পাবনার ঈশ্বরদীতে ট্রাক্টর-নসিমনের সংঘর্ষে ছয় পোশাক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গোপালপুর ভাদুরবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সালমা খাতুন (২৫), নাসরিন খাতুন (৩০) ও সায়েরা খাতুন (৩০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এরা সবাই ঈশ্বরদী ইপিজেডের পোশাক শ্রমিক।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আহতরা ঈশ্বরদী ইপিজেড থেকে নসিমনে করে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে তাঁদের বহনকারী নসিমনটি মহাসড়কের আরআরপি সিএনজি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে লালপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছয়জন সড়কে ছিটকে পড়ে যান। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী সেখানে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার বলেন, ‘সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভাদুরবটতলা এলাকায় পৌঁছাই। আহত ছয়জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্মৃতি জানান, ‘আহত এক ব্যক্তিকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!