শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

বাঁশির সুরে দর্শক মাতান ঈশ্বরদীর রহমত আলী

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৮, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ
বাঁশির সুরে দর্শক মাতান ঈশ্বরদীর রহমত আলী

শহরের আনাচ-কানাচে, গ্রামের হাটবাজারে ও বাস-ট্রেনে বাঁশির সুরে দর্শক মাতান রহমত আলী খান। কখনো সালাম সালাম হাজার সালাম, কখনো এক নদী রক্ত পেরিয়ে, আবার কখনো যাও পাখি বলো তারে সে জেনো ভোলে না মোরে, আয়নাতে ঐ মুখ দেখবে যখন, এমন ডজনখানেক গানের সুর বাঁশিতে তুলে দর্শকদের বিমোহিত করেন রহমত আলী।

৮০ বছর বয়সেও তার বাঁশির সুর দর্শকদের মুগ্ধ করলেও খুবই অর্থকষ্টে চলে জীবন। বাঁশির সুরের মুগ্ধতা ছড়িয়ে তিনি দর্শকের কাছে বাঁশি বিক্রি করেন। পাশাপাশি বাঁশির সুর শুনে কেউ তাকে উপহার হিসেবে কিছু টাকা দিলে তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন।

এ বয়সে যখন মানুষ অবসরে সময় কাটান তখন তিনি সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মাইলের পর মাইল হেঁটে, বাস-ট্রেনের মধ্যে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করছেন। জীবন সায়াহ্নে সংসারের বোঝা মাথায় নিয়ে পথচলা রহমত আলীকে দেখে অনেকেই ব্যথিত হন। কিন্তু জীবনতো চালাতে হবে তাই বাঁশি হাতে নিয়ে নিত্য তার এই ছুটে চলা।

রহমত আলী খান পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের নছির খানের ছেলে। তিনি বলেন, ‘৫০ বছর আগে প্রতিবেশী এক চাচার কাছে বাঁশি বাজানো শিখেছি। গ্রামের মাঠে প্রান্তরে এবং গাছের শীতল ছায়ায় বসে মনের আনন্দে বাঁশি বাজাতাম। কখনো ভাবিনি এ বাঁশি একদিন আমার জীবন জীবিকার অবলম্বন হবে। দাশুড়িয়া রেল স্টেশনের পাশে আমার একটি একটি চায়ের দোকান ছিল।

করোনার সময় বন্ধ হয়ে যায় দোকান। এ বয়সে আর কোনো কাজ করার সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে বাঁশি নিয়ে রাস্তায় নেমে পড়ি। আমার বাঁশি শুনে অনেকেই মুগ্ধ হন। সবাই উৎসাহ দিতে শুরু করলেন বাঁশি বাজানোর কাজটা যেন আমি চালিয়ে যাই। কিন্তু বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করা হয়তো আমার জন্য কঠিন হতো। তাই বাঁশি বাজানোর পাশাপাশি বাঁশি বিক্রি শুরু করি’।

কুষ্টিয়া ও সিরাজগঞ্জ থেকে আড় বাঁশি, কোকিল বাঁশি, কোদ বাঁশি, ১০ স্কেল ও ১১ স্কেল বাঁশিসহ বিভিন্ন ধরনের বাঁশি কিনে এনে বিক্রি করেন। তার কাছে ২০ টাকা থেকে ১০০ টাকা দামের বাঁশি আছে।

ঈশ্বরদী থেকে ট্রেনে চড়ে রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বাস উঠে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাঁশি বিক্রি করেন। আবার কখনো ঈশ্বরদী শহরের বাজার, পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বাঁশি বিক্রি করেন। প্রতিদিন ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আয় হয় তার। যা দিয়ে তিন জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বৃদ্ধ রহমত আলী।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, ‘রহমত আলী খান খুব ভালো বাঁশি বাজায়। পাশাপাশি বাঁশি বিক্রি করেন। এটি আমি শুনেছি এবং দেখেছি। তিনি কখনো কোনো সহযোগিতার জন্য ইউনিয়ন পরিষদে আসেননি’।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

বিএসআরআই সাথি ফসল প্রকল্প ও প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা হরিলুট!

বিয়েটা করেই ফেললেন রণবীর-আলিয়া

বিয়েটা করেই ফেললেন রণবীর-আলিয়া

ঈশ্বরদীতে স্বামীকে তালাক দিয়ে স্ত্রীর আত্মহত্যা

ঈশ্বরদীতে দুই বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য উৎসব

ঈশ্বরদীতে কৃষি সচিবের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অতিথিরা মানলেন না স্বাস্থ্য বিধি

ঈশ্বরদীতে কৃষি সচিবের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অতিথিরা মানলেন না স্বাস্থ্য বিধি

ঈশ্বরদীতে পেট্রল ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল পাষণ্ড স্বামী

ভাই-ভাবীর বিরুদ্ধে অভিযোগ 
ঈশ্বরদীতে তৃতীয় লিঙ্গের সুইটিকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

একদিন আমরা বিশ্বকাপ জয় করতে পারি : প্রধানমন্ত্রী

অশান্ত হয়ে উঠছে মিয়ানমারের বিভিন্ন প্রদেশ, ১৬০০ সৈন্য নিহত

অশান্ত হয়ে উঠছে মিয়ানমারের বিভিন্ন প্রদেশ, ১৬০০ সৈন্য নিহত