ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ঈশ্বরদী মডেল সাংগঠনিক অফিসের আয়োজনে ১৫ লক্ষ টাকার মৃত্যুদাবী চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বীমা গ্রাহক মরহুম জহুরুল ইসলাম এর নমিনি স্ত্রী শাহনাজ পারভিন মাহফুজা’র হাতে এ চেক হস্তান্তর করা হয়।
ফারইস্টের পাবনা জোনাল ইনচার্জ মু. ওহিদুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল হাশেম। মহতী এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শফিক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ইভিপি এন্ড রাজশাহী ডিভিশন ইনচার্জ মোস্তফা জামান হামিদী (স্বাধীন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম বাচ্চু ও কোম্পানির ডিজিএম-১ এন্ড পাবনা সার্ভিস সেন্টার ইনচার্জ মোঃ শাহজাহান আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাজিবুল আলম ইভান।
ঈশ্বরদী মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ বিসি এম এ তালহা’র পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত কৃষক এবং কোম্পানির সম্মানিত গ্রাহক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বীমা গ্রাহক মরহুম জহুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফারইস্টের ঈশ্বরদী অফিসের বীমা গ্রাহক ঈশ্বরদীর মুলাডুলির জহুরুল ইসলাম ১৪ লক্ষ টাকার একটি বীমা পলিসি করেন। বার্ষিক ৬টি প্রিমিয়ামে মোট ৬,১২,০৫২ (ছয় লক্ষ বারো হাজার বায়ান্ন) টাকা কোম্পানিতে জমা রেখে হঠাৎ মারা যান তিনি। বীমার শর্ত অনুযায়ী তার নমিনি (স্ত্রী) কে বোনাস সহ ১৫,৩৯,৯৪৪ (পনের লক্ষ উনচল্লিশ হাজার নয়শত চুয়াল্লিশ) টাকার মরণোত্তর বীমাদাবী চেক প্রদান করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।