সোমবার , ১ আগস্ট ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৮৭১ প্রাণ, ক্ষতি ৬৫৩ কোটি টাকা

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৮৭১ প্রাণ, ক্ষতি ৬৫৩ কোটি টাকা

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে ৩ হাজার ৮০৪টি সড়কপথ দুর্ঘটনায় অর্থনৈতিক ক্ষতির সীমা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সদ্য সমাপ্ত মাসে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৬৫৩ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৫০ টাকায় দাঁড়িয়েছে।

এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৪৭২ জন এবং নিহত হয়েছেন ৮৭১ জন।

সোমবার (১ আগস্ট) সেভ দ্য রোড’র মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশের ২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক চ্যানেলে প্রকাশিত এবং প্রচারিত তথ্যের পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড’র স্বেচ্ছাসেবীদের তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠান সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা।

এতে বলা হয়, গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সী ২৩১ জন, শিক্ষার্থী ১৯০ জন, নারী ২৫৫ জন, শিশু ৪৫ জন ও পঞ্চাশোর্ধ ১৫০ জন। বাইক লেন না থাকায় একই পথে চলাচলরত অন্য পরিবহনের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে শিক্ষার্থী ও তরুণদের অধিকাংশের মৃত্যু হয়েছে। অন্যান্য বাহনের ক্ষেত্রে নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি গতিতে চলার কারণে প্রাইভেটকার, বাস ও ট্রাক দুর্ঘটনাগুলো ঘটেছে। এসব বাহনের অধিকাংশ চালকের বয়সই ১৮ থেকে ৪০ এর মধ্যে।

প্রতিবেদনে জানানো হয়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর পাশাপাশি নিয়ম না মানা ও হেলমেট ব্যবহারে অনীহার কারণে এক হাজার ১০৪টি দুর্ঘটনায় ৮৬৩ জন আহত এবং ২০৩ জন নিহত হয়েছেন। অসাবধানতা ও ঘুমন্ত চোখে ক্লান্তি নিয়ে দ্রুত চালানোর কারণে ৭৩৩টি ট্রাক দুর্ঘটনা ঘটে। এতে আহত হন ৭১৪ জন এবং নিহত হন ১৬৫ জন।

এছাড়া খানাখন্দ, অচল রাস্তাঘাট আর সড়কপথ নৈরাজ্যের কারণে এক হাজার ৫টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১৩২ জন এবং নিহত হয়েছেন ৩২০ জন। পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সঙ্গে চলাচলের কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারিচালিত রিকশা-সাইকেল ও সিএনজিচালিত যানবাহন দুর্ঘটনা ঘটে ৯৬২টি। এতে আহত হয়েছেন ৭৬৩ জন ও নিহত হয়েছেন ১৮০ জন।

অন্যদিকে, জুলাই মাসে নৌপথ দুর্ঘটনা ঘটেছে ১১৮টি। এতে আহত হয়েছেন ৩২১ জন, নিহত হয়েছেন ১৯ জন। একই সময় রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৪২টি। ঈদুল আজহার ঈদযাত্রাসহ বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩২ জন এবং নিহত হয়েছেন ২৪ জন। এ সময় আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে দুর্ঘটনা রোধে সেভ দ্য রোড-এর নেতারা পদ্মা সেতুসহ সারা দেশে সব সড়ক-মহাসড়ক-সেতুতে অনতিবিলম্বে বাইক লেন, গতিসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন, সিসিটিভি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং প্রতি পাঁচ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপনের জন্য সুপারিশ করেছেন।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে রেল কলোনির ৮৫ শতাংশ অবৈধ দখলে

ঈশ্বরদীতে শিশুদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন ইউপি চেয়ারম্যান!

ঈশ্বরদীতে শিশুদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন ইউপি চেয়ারম্যান!

১৫ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ে!

১৫ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ে!

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন: ডেপুটি স্পিকার

ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে : তানজিন তিশা

ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে : তানজিন তিশা

ক্রমেই স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার

ক্রমেই স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : এগিয়ে বিদ্যুৎ প্রকল্প পিছিয়ে সঞ্চালন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : এগিয়ে বিদ্যুৎ প্রকল্প পিছিয়ে সঞ্চালন

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে বাংলাদেশি জাহাজ

রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে বাংলাদেশি জাহাজ

ঈশ্বরদী : চাকরি না পেয়ে স্কুলের প্রবেশপথে কাঁটাতারের বেড়া দিয়েছে চাকরিপ্রত্যাশী ও তার স্বজনরা

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>