সোমবার , ২২ আগস্ট ২০২২ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদী ইপিজেডে টেক্সটাইল খাতে বিনিয়োগ ৯ কোটি মার্কিন ডলার

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২২, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
ঈশ্বরদী ইপিজেডে টেক্সটাইল খাতে বিনিয়োগ ৯ কোটি মার্কিন ডলার

কানাডা-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ঈশ্বরদী ইপিজেড)-এ ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি সুতা তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ সোমবার (২২ আগস্ট ) বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড -এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজা-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি-এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান অং জেমি কওক চ্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কোম্পানি বার্ষিক ১৫৪২২ মেট্রিক টন সুতা উৎপাদন করবে। কারখানাটিতে ১২০৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, ঈশ্বরদী এবং ঢাকা ইপিজেডে এই প্রতিষ্ঠানের আরও তিনটি কোম্পানি তাদের ব্যবসা পরিচালনা করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!