বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর পিয়াস শ্যালকসহ নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৩, ২০২২ ৬:০৮ পূর্বাহ্ণ
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর পিয়াস শ্যালকসহ নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে মারুফ উল-আলম পিয়াস (৩০) ও তার শ্যালক মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সজিব (২৩)।

পুলিশ ও নিহত সজিবের চাচা মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সজিব ও তার দুলাভাই পিয়াস মোটরসাইকেলে করে আল্লারদরগায় নানিবাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। পথে তারা ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালী মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াসের মৃত্যু হয়। অপর মোটরসাইকেলের দুই আরোহী চিকিৎসাধীন রয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান সড়ক দুর্ঘটনায় সজিব ও পিয়াসের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>