বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রবিউল আলম বুদু’র বড় ভাই এক সময়ের তুখোর ছাত্রনেতা ও বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি (৭২)। আর নেই। তিনি আজ শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
নুরুল হুদা পাখি ছাত্র জীবনের তিনি পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর (বিএলএফ) সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদারের মৃত্যুতে ঈশ্বরদীতে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় সাহাপুর নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর জানাযা নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।