শনিবার , ২৩ জুলাই ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদার আর নেই

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২৩, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদার আর নেই

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রবিউল আলম বুদু’র বড় ভাই এক সময়ের তুখোর ছাত্রনেতা ও বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি (৭২)। আর নেই। তিনি আজ শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

নুরুল হুদা পাখি ছাত্র জীবনের তিনি পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর (বিএলএফ) সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদারের মৃত্যুতে ঈশ্বরদীতে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় সাহাপুর নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর জানাযা নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>