বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

পুলিশের রেকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২৮, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
পুলিশের রেকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর গুলিস্তানে পুলিশের রেকার গাড়ির চাপায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। তার নাম মাহতাব আহমেদ তাসিন। সে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ( ২৮ জুলাই ) রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নুর হোসেন জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় পুলিশের রেকার গাড়ির চাপায় গুরুতর আহত হয় সে। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তাসিনের মা কাকলী আক্তার বলেন, তাঁদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাঁও গ্রামে। বর্তমানে ওয়ারী স্ট্রিটের বলধা গার্ডেনের সামনের একটি বাসায় ভাড়া থাকেন তাঁরা। তাসিন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কেরানীগঞ্জ শাখায় দশম শ্রেণিতে পড়ত। দুই ভাই এক বোনের মধ্যে তাসিন ছিল দ্বিতীয়।

কাকলী আক্তার আরও বলেন, তাসিন বিকেলে বাসা থেকে বের হয়। পরে তার এক বন্ধুর মোটরসাইকেল চালাচ্ছিল সে। রাতে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তাসিনের মৃতদেহ দেখতে পান তিনি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বলেন, ‘আমরা শুনেছি, পুলিশের রেকার গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের রেকার গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে কি না, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>