শনিবার , ২ জুলাই ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীর অরণকোলা হাটে গরু বেশি, ক্রেতা কম

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
ঈশ্বরদীর অরণকোলা হাটে গরু বেশি, ক্রেতা কম

উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম ঈশ্বরদীর অরণকোলা পশুর হাটে ঈদুল আজহা উপলক্ষে বিপুলসংখ্যক গরু উঠলেও হাটে ক্রেতা কম। বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এ হাটে দেশি-বিদেশি সব জাতের গরু পাওয়া যায়। তবে সম্প্রতি এই হাটে গরু বিক্রি না হওয়ায় খামারিরা হাট থেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন। বেশির ভাগ ক্রেতাই গরু দরদাম করছেন কিন্তু কিনছেন কম। ফলে চিন্তিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া খামারিরা।

ক্রেতারা গরুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা তা মানতে নারাজ। তারা বলছেন, পশুখাদ্যের দাম দ্বিগুণ হলেও গরুর দাম সেভাবে বাড়েনি। বেচাকেনা কম হলেও হাটে লোক সমাগম রয়েছে চোখে পড়ার মতো। ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে হাট।
অরণকোলা পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে বিভিন্ন আকারের পর্যাপ্ত গরু রয়েছে। দূর-দূরান্ত থেকে ট্রাক, ভটভটি ও পাওয়ার ট্রলিতে শত শত গরু আসছে হাটে। বিশাল হাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তজুড়ে শুধু গরু আর গরু। ক্রেতারা পছন্দের গরু দেখছেন ও দরদাম করছেন। গরুর পাইকাররা গরুর সাইজ অনুসারে দাম অনেক বেশি চাচ্ছেন বলে অভিযোগ কয়েকজন ক্রেতার। ক্রেতা-বিক্রেতাদের দর কষাকষি ও বেচাকেনায় প্রাণবন্ত হয়ে উঠেছে হাটের পরিবেশ।

গরু ব্যবসায়ী আলম মালিথা বলেন, স্থানীয় যারা কুরবানির পশু কিনবেন তারা অনেকেই গরু কেনার চেয়ে গরুর বাজারদর দেখতে এসেছেন। আবার বিক্রেতারাও এ হাটের চেয়ে আগামী হাটে বেশি দাম পাবেন এ আশায় বিক্রি করছেন না। তাই এ হাটে বেচাকেনা কিছুটা কম হয়েছে।
গাবতলী থেকে অরণকোলা হাটে গরু কিনতে আসা আমজাদ হোসেন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বাজারদর কিছুটা বেশি। খাদ্যের দাম বেশি হলেও গরুর দাম সে তুলনায় বেশি হয়নি। তাই মানুষ তার সাধ্যের মধ্যেই কুরবানি দিতে পারবে।

এ হাটে দেশি-বিদেশি সব জাতের গরু পাওয়া যায়। সারাদেশের মানুষ এ হাটে এসে ন্যায্যমূল্যে গরু বেচাকেনা করতে পারেন। সেজন্য সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষজন।

গরু কিনতে আসা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের আকরাম আলী জানান, হাট ঘুরে দেখালাম এ হাটে ৫ মণ ওজনের একটি দেশি গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকায়। বিদেশি জাতের ৫ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ১৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া এ হাটে ৬০ হাজার থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের গরু রয়েছে। আমি এখনো গরু কিনতে পারিনি। দেখছি, দাম সাধ্যের মধ্যে হলেই গরু কিনে ফেলব।

হাটে গরু কিনতে আসা মিরকামারীর ক্রেতা রফিকুল ইসলাম বলেন, এ বছর গরুর দাম কিছুটা বেশি। ভেবেছিলাম ৬০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে পছন্দ অনুযায়ী একটি গরু কিনব। কিন্তু হাটে এসে দেখলাম গরুর দাম গতবারের তুলনায় বেশি। তাই বাজেট আরো বাড়াতে হবে।

অরণকোলা পশুর হাটের ইজারাদার মিজানুর রহমান রুনু মণ্ডল বলেন, হাটে পর্যাপ্ত গরুর আমদানি হয়েছে। লোক সমাগমও বেশি। কিন্তু বেচাকেনা তুলনামূলক কম। হাটে গরু কেনার চেয়ে দেখতে আসা মানুষের সংখ্যাই বেশি। আশা করছি আগামী হাট থেকে বেচাকেনা আরো বাড়বে।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল ইসলাম জানান, ঈশ্বরদীতে এ বছর কুরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় ২৭ হাজার। বন্যার কারণে হাটে গরু বেশি থাকলেও ক্রেতা কম। আশা করছি ঈদের আগে বিক্রি বাড়বে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী-ঈশ্বরদীতে দোলন বিশ্বাসের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা 

ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সোনালী ব্যাংক
ঈশ্বরদীতে ব্যাংক থেকে বের হতেই অধ্যক্ষের পৌনে ৫ লাখ টাকা ছিনতাই

বুকে ব্যথা-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

বুকে ব্যথা-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

‘দেশে আখের আবাদ কমেছে ৪২ ভাগ’

জেলা শিক্ষা অফিসার আকস্মিক পরিদর্শনে
ঈশ্বরদীতে একাধিক স্কুল তালাবদ্ধ

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঈশ্বরদীর তরুণ কবি সঞ্জয় চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘শূন্যতার অপর পৃষ্ঠা’ সর্বমহলে প্রশংসিত

বাসন্তি রঙে উত্তাপ ছড়াচ্ছেন জয়া আহসান

বাসন্তি রঙে উত্তাপ ছড়াচ্ছেন জয়া আহসান

ঈশ্বরদী স্টেশন থেকে নতুন ট্রেন চালু ও আসন সংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>