সোমবার , ৪ জুলাই ২০২২ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে কৃষি উপকরণ পেল ৭০০ কৃষক

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৪, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে কৃষি উপকরণ পেল ৭০০ কৃষক

ঈশ্বরদী উপজেলা ও পৌর এলাকার ৭০০ কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে রোপা আমন উফসী জাতের ধানের বীজ ও সার। খরিপ-২, ২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৪ জুলাই) সকাল ১০টায় কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!