তন্ময় দেবনাথ, রাজশাহী : আড়ানী শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপা বাবার আশ্রম ও পূর্বপাড়া সার্বজনীন শিব মন্দিরের এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসব অনুষ্ঠিত হয়েছে। আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাসের সভাপতিত্তে উপস্থিত ছিলেন সুজিত কুমার পান্ডে (বাকু) সভাপতি পূজা উদযাপন পরিশোধ বাঘা উপজেলা ,রামগোপাল সাহা সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিশোধ বাঘা উপজেলা বাঘা উপজেলা, মোঃরিবন আহমেদ বাপ্পি সাধারণ সম্পাদক আড়ানী পৌর আওয়ামী লীগ, কার্তিক চন্দ্র হালদার প্যানেল মেয়র আড়ানী পৌর, জয়জয়ন্তী সরকার মালতী সদস্য জেলা পরিশোধ রাজশাহী, স্বপন সরকার সাধারণ সম্পাদক আড়ানী পৌর আওয়ামী লীগ ৬নং ওয়ার্ড, বাঘা থানার অফিচার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন সাজু সহ পুলিশ কর্মকর্তারা এবং বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ।
শেষে হাজারো ভক্তদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এরপর শোভাযাত্রাটি পৌরসবার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আড়ানী পূর্বপাড়া সার্বজনীন শিব মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন অনুষ্ঠান শেষে ৮ জুলাই শুক্রবার উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হবে। এর আগে সকালে শান্তি ও মঙ্গল কামনায় মন্দির প্রাঙ্গণ ইসকনের ভক্তদের নিয়ে হোম যজ্ঞ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হয়।
রথযাত্রায় অংশগ্রহণ করেন সনাতন ধর্মের হাজারো নারী ও পুরুষেরা। রথযাত্রা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করতে দেখা যায় পুলিশ প্রসাসন সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনকে। এছাড়াও জেলা সহ আশ্রম সহ বেশ কয়েকটি মন্দিরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।