সোমবার , ২৫ জুলাই ২০২২ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

রামেকের করোনা ইউনিটে একদিনে ২ জনের মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২৫, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
রামেকের করোনা ইউনিটে একদিনে ২ জনের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একদিনে করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছিল।

সোমবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে দুইজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন বগুড়ায় এবং একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের বয়স ৫৫ থেকে ৭৫ বছরের মধ্যে। তারা হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তীব্র শ্বাসকষ্টসহ তাদের শরীরে করোনার অন্যান্য উপসর্গ ছিল।

এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি সেন্ট্রাল অক্সিজেন যুক্ত বেডে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন মোট ১১ জন। এরমধ্যে করোনা সন্দেহভাজন রোগী ৫জন, করোনা পজেটিভ রোগী তিনজন ও করোনা নেগেটিভ রোগী রয়েছেন তিনজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকের আরটি-পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আট জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১০ শতাংশ।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ