রবিবার , ২৬ জুন ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

বিএনপি নেতা পিন্টুকে তুলে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৬, ২০২২ ৫:৩৭ পূর্বাহ্ণ
বিএনপি নেতা পিন্টুকে তুলে নেওয়ার অভিযোগ

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার এক বিবৃতিতে এ অভিযোগ করে অবিলম্বে পিন্টুকে জনসমক্ষে হাজির করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন, ‘গতকাল (শনিবার) কক্সবাজারের টেকনাফ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা পিন্টুকে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাঁর কোনো হদিস দিচ্ছে না। পিন্টু নিখোঁজ থাকার ঘটনায় তাঁর পরিবার-পরিজন ও বিএনপির নেতা-কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাঁকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ, সরকারের এজেন্সিগুলোই তাঁকে তুলে নিয়ে গেছে।’

এই ঘটনাকে ‘ভয়াবহ অমানবিকতা’ বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে এ ধরনের নিষ্ঠুর ও বেপরোয়া কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সব সময় উদ্বিগ্ন থাকছে। তাই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধীদল শূন্য না করলে নব্য-বাকশালি ব্যবস্থা কায়েম করা যাবে না বলেই বিরোধী দলের নেতা-কর্মীদের অদৃশ্য করা হচ্ছে।’

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>