বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে এ বছর এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩৮২ জন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৬, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
ঈশ্বরদীতে এ বছর এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩৮২ জন

এ বছরে ঈশ্বরদী উপজেলায় অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৩৮২ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বাল্যবিয়ের কারণে এ পরিস্থিতি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার।

১৩ জুন উপজেলা পরীক্ষা কেন্দ্র সচিবদের প্রস্তুতিমূলক সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব তথ্য জানা যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র বলছে, সারাদেশের মতো ঈশ্বরদীতে আগামী ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই পর্যন্ত চলবে এ পরীক্ষা। চলতি বছরে ঈশ্বরদীতে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী। মোট ৭টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ৮৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

গত বছর ২০২১ সালে পরীক্ষায় অংশ নিয়েছিল ৪ হাজার ৯৮০ পরীক্ষার্থী। সেই হিসেবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৮২ জন।

এ বিষয়ে সেলিম আকতার বলেন, করোনার কারণ ছাড়াও কিছু অসচেতন অভিভাবকদের কারণে মেয়েদের বিয়ে হওয়ায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে বলে আমরা মনে করছি। এর বাইরেও নানা কারণে অনেক শিক্ষার্থী সময় মতো ভর্তি হয়নি বলেও জানান।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!