মঙ্গলবার , ১০ মে ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে ৭ শ্রেণীর শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১০, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে ৭ শ্রেণীর শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন

ঈশ্বরদীতে ৭ শ্রেণীর শিক্ষার্থী লাবু খাতুন ( ১৩ ) এর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঈশ্বরদী সহকারী কমিশনার ( ভূমি ) নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবীর গোপন সংবাদের ভিত্তিতে একজন পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেন।

সোমবার দুপুরে ঈশ্বরদী ভেলুপাড়া ( পশ্চিমপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
লাবু খাতুন ওই এলাকার লিটন মালের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈশ্বরদীর মল্লিক কিন্টার গার্টেন এন্ড জুনিয়ার হাই স্কুলের সপ্তম শ্রেণীর ওই শিক্ষার্থীর বাবা একটি মামলায় কয়েক বছর ধরে কারাগারে অন্তরীণ রয়েছেন।

এর জন্য অন্য চাচারা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ে দিতে গতকাল সোমবার সকাল থেকে বাড়িতে প্যান্ডেল তৈরি ও রান্নাবান্নার আয়োজন শুরু করেন।

ওই শিক্ষার্থী রাজি না থাকলেও তা চাচারা জোর করে তার বিয়ের ব্যবস্থা করেছেন বলে জানান তারা।

ওই খবর প্রশাসনকে জানানো হলে দুপুর ১টার দিকে সহকারী কমিশনার ( ভূমি ) একদল পুলিশ নিয়ে ওই বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে সমস্ত আয়োজন ভুন্ডুল করে দেন।

মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার কঠোর নির্দেশ দিয়ে তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>