সোমবার , ২৩ মে ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা : ঈশ্বরদীতে মানববন্ধন, সমাবেশ

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ২৩, ২০২২ ৮:৪১ পূর্বাহ্ণ
ভোরের কাগজের বিরুদ্ধে মামলা : ঈশ্বরদীতে মানববন্ধন, সমাবেশ

ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আজ সোমবার সকালে শহরের রেলগেট এলাকায় এই কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।


২০১৮ সালের ৯জানুয়ারী মাদক বিরোধীর অভিযানের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মাদক কারবারীর তালিকায় রিফাতের নাম শীর্ষে ছিল, সাংবাদিক নেতারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান-বক্তারা


ঈশ্বরদী ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণ, অবজারভার ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, দেশ রূপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম ও দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু প্রমুখ।

বক্তারা ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দেশের শীর্ষ দৈনিক ভোরের কাগজ ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি আরফানুল হক রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে । এ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনকে আসামি করে ১০ কোটি টাকার মানহানী মামলা করেছেন রিফাত। যা স্বাধীন সাংবাদিকতার মারাত্বক হুমকি। যেখানে সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে, সেখানে শীর্ষ মাদক সেবী ও কারবারী আরফানুল হক রিফাত কিভাবে ভোরের কাগজের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!