শনিবার , ৭ মে ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদী-সেই টি‌টিই মান‌সিক বিকারগ্রস্ত : দা‌বি পাকশীর ডিসিও

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ৭, ২০২২ ৯:৩৭ পূর্বাহ্ণ
ঈশ্বরদী-সেই টি‌টিই মান‌সিক বিকারগ্রস্ত : দা‌বি পাকশীর ডিসিও

রেলওয়ে পাকশী বিভাগের টিটিই মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে বিবৃতি দিয়েছেন পাকশীর ডিসিও (বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা) নাসির উদ্দিন। আজ শনিবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘‘গত ৫ তারিখ রাতে কিছু যাত্রী ঈশ্বরদী স্টেশন কাউন্টারে আসেন। কিন্তু কাউন্টারে কোনো টিকিট পাননি। তাদের ঢাকা যেতেই হবে। তাই অগত্যা বাধ্য হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যেখানে জায়গা পান সেখানেই উঠে পড়েন। টিটিই শফিক ট্রেনে উঠে যাত্রীদের নিকট থেকে খুলনা থেকে ঢাকা পর্যন্ত তিন হাজার টাকা করে ভাড়া দাবি করেন। তখন যাত্রীরা জানান, তারা ঈশ্বরদী থেকে টিকিট না পেয়ে বাধ্য হয়ে ট্রেনে উঠেছেন। তারা ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ৩০০ টাকা করে ভাড়া নেওয়ার জন্য টিটিইকে অনুরোধ করেন। কিন্তু টিটিই জবাবে বলেন, ‘ট্রেন কি তোর বাপের?’ তখন যাত্রী বলেন, ‘ট্রেন কি তোর বাপের, মানে কী? বিপদে পইড়া ট্রেনে উঠেছি। আপনি ভাড়াটা নেন।’’
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘তখন টিটিই বলেন, ‘দ্বিগুণ জরিমানাসহ খুলনা থেকে ভাড়া দিতেই হবে।’ তখন যাত্রীরা বলেন, ‘এত টাকা আমাদের নিকট নেই। ঈশ্বরদী থেকে ঢাকা পর্যন্ত ৩০০ টাকা করে রাখেন।’ তখন টিটিই বলেন, ‘টাকা না দিলে লাত্থি দিয়ে ট্রেন থেকে ফেলে দিব।’ তারপর আরো অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। পরে তাদেরকে টিকিট করে দেওয়া হয়। যাত্রীগণ টিটিইর মুখ থেকে এই ধরনের বকা শুনে চরম মাত্রায় মর্মাহত হন। টিটিই অন্যান্য যাত্রীদের সাথে ওই ধরনের আচরণ করেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগকারীগণ মনে করছেন।’’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘যাত্রীদের সাথে অসদাচরণের জন্য গত ৩ মাস আগে টিটিই শফিককে পাকশী দপ্তরে বুক অফ করা হয়। তারপর তিনি যাত্রীদের সাথে এমন আচরণ করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ার পর কর্মস্থলে ফেরত পাঠানো হয়।’

বিবৃতিতে বলা হয়, ‘শফিক আইন বিষয়ে এলএলএম করেন। তিনি তার সহকর্মীদেরকে জানান, তার সকল বন্ধুরা জজ হিসেবে কর্মরত আছেন। কিন্তু তিনি ভালো একটি চাকরি পাননি বলে মানসিকভাবে খুব হীনমন্যতায় ভোগেন। কর্মস্থলে সহকর্মীদের সাথে অকারণেই চিৎকার-চেঁচামেচি করেন। তার নিয়ন্ত্রণকারী (এসআরআই) সাধারণ ডিগ্রি পাস বলে তাঁকে তাচ্ছিল্য করতেন। মূলত তিনি মানসিক হীনমন্যতায় ভুগছেন। এই জন্যই তিনি যাত্রীসাধারণের সাথে বেশিরভাগ সময়ই অযাচিতভাবে খারাপ আচরণ করেন।’

এর আগে ৫ মে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ঈশ্বরদী থেকে ৩ জন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে উঠে বসেন। তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে শুক্রবার রেলওয়ে পাকশী বিভাগের টিটিই মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে গুলিবর্ষণ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ

রাত ৮টার পর দোকান-শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

রাত ৮টার পর দোকান-শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

শেখ হাসিনা ঈশ্বরদী-আটঘরিয়া থেকে পছন্দের সেরা ফুলটিই বেছে নেবেন : গালিব

পাবনায় নান্না বিরিয়ানি খেয়ে ৪২ কলেজছাত্রী অসুস্থ

পাবনায় নান্না বিরিয়ানি খেয়ে ৪২ কলেজছাত্রী অসুস্থ

স্ত্রীকে অসামাজিক কাজে বাধ্য করায় সম্রাটকে খুন: স্বামীর স্বীকারোক্তি

‘উইটসা এমিনেন্ট পার্সনস’ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

‘উইটসা এমিনেন্ট পার্সনস’ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে দাম কমছে আদা ও কাঁচা মরিচের

ঈশ্বরদীতে দাম কমছে আদা ও কাঁচা মরিচের

রূপপুর প্রকল্পে আবর্জনার সঙ্গে লোহা চুরির দায়ে আটক ২

রূপপুর প্রকল্পে আবর্জনার সঙ্গে লোহা চুরির দায়ে আটক ২

রূপপুর প্রকল্প : ১৯ অক্টোবর দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রূপপুর প্রকল্প : ১৯ অক্টোবর দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইন্ট্রানেটে গতি কম, বিঘ্নিত হচ্ছে এনআইডি সেবা

ইন্ট্রানেটে গতি কম, বিঘ্নিত হচ্ছে এনআইডি সেবা

error: Content is protected !!