শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ১, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঈশ্বরদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলে ৪৫তম বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৪ টায় নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুল মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজলো আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।

নর্থ বেঙ্গল পেপার মিলস্ লিঃ এর ব্যবস্থাপক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম আব্দুল্লাহ ও সহকারী শিক্ষিকা জেরিন ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রশিদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা।


এ সময় আর ও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল পেপার মিলস্ লিঃ এর সহকারী ব্যবস্থাপক গাউস আজম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মজিবুল ইসলাম পিন্টু, বিদ্যালয় পরিচালনা পরিষদের অবিভাবক সদস্য মাসুদা আক্তার সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অবিভাবকবৃন্দ ও আমন্ত্রিত অতিথীরা।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীরা কবিতা, গজল, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ