শনিবার , ২৬ মার্চ ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

পাকশী বিভাগীয় রেলওয়ের ৩২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২৬, ২০২২ ৭:১৪ পূর্বাহ্ণ
পাকশী বিভাগীয় রেলওয়ের ৩২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন বিভিন্ন রেলওয়ে স্টেশনের ৩২ জন বীর-মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর।

শনিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) চত্বরে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পুরস্কার ও ফুলের শুভেচ্ছা জানান পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম।

পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী সংবর্ধনা পেয়েছেন আব্দুর রহিম টিনু, সামছুজ্জোহা, জহুরুল হক, আব্দুল ওয়াহাব, আব্দুল বারী, রুহুল আমিন, আলি আজাদ বিশ্বাস, আব্দুর জব্বার, জহুরুল ইসলাম, ছিদ্দিকুল ইসলাম, হাবিবুর রহমান, নুর মোহাম্মদ, আতাউর রহমান, আব্দুল মজিদ, আব্দুল গফুর আনছারী, আব্দুস সামাদ, জালাল উদ্দিন, মোক্তার হোসেন, একেএম আনোয়ারুল ইসলাম, রেজাউল করিম, মহসিন আলী, আফতাব উদ্দিন, শহিদুর রহমান, আব্দুর রহমান রাঙ্গা, আমিরুল ইসলাম, আজিজুর রহমান টুকু, আমিরুল ইসলাম, আব্দুল মতিন, আসাদুল হক, আছমত আলী, আব্দুল মতিন, মন্টু আলী।

এর আগে আলোচনাসভায় বক্তব্য দেন- পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা মজিবর রহমান, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) সৌমিক শাওন কবীর, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিববিল্লাহ, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, রিফাত শাকিল রুম্পা, পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোর্শেদ আলম, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার ও সম্পাদক নজরুল ইসলাম।

এসময় পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা এবং রেলওয়ে স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা- কর্মচারী উপস্হিত ছিলেন।

তার আগে সকালে সূর্যোদয়ের আগে স্বাধীনতা দিবসে শোভাযাত্রা, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশুদের বিভিন্ন ইভেন্ট, পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রেলওয়ে স্টেশনের সাজসজ্জা, হাসপাতাল, গীর্জা, মসজিদ ও মন্দিরে অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসেবা দেওয়া হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!