প্রায় তিন মাস পর হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’র উদ্দেশ্যে রওনা হন তিনি। দেশজুড়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বাসায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাঁকে কেবিনে নেওয়া হয়। সেখান থেকেই বাড়ি ফিরছেন তিনি।
এর আগে হাসপাতালে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানায় তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্য ডা. এফএম সিদ্দিকী বলেন, ‘দেশব্যাপী করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। এভারকেয়ার হাসপাতালে জানুয়ারিতে ৩৮০ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ড তাঁকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালে যে ধরনের চিকিৎসা সুবিধা দেওয়া হয়েছে, তার সবকিছুই বাসায় রাখা হয়েছে।’
ডা. সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আবার যে রক্তক্ষরণ হবে না, তার কোনো নিশ্চয়তা নেই।’ উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন।