বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের বার্সেলোনায় বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বার্সেলোনায় সকল প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবারকে নিয়ে ফাল্গুনী আড্ডার আয়োজন করেন।
এ আড্ডায় বসন্তের পোশাকে সজ্জিত হয়ে একে অপরের সঙ্গে আনন্দ বিনিময়ের পাশাপাশি দেশীয় খাবার পরিবেশন করা হয়। শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন।
বসন্ত উৎসব নিয়ে আবহমান বাংলায় রয়েছে নানা সংস্কৃতি। সাহিত্যের নানা শাখায় পহেলা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তকে বরণ নিয়ে রয়েছে নানা রচনা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়- ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’।
বেশ আগে থেকেই বাঙালি বসন্ত উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার পারভীন আক্তার মুন্নি, পাখি জামিল হোসেন, আজহারুল ইসলাম, শারমিন আক্তার রিতা, নুর আমিন টোকন, রাজু গাজী, ফয়সাল আহমেদ, সুমন দেওয়ান উদ্যোগে স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিরা ফাল্গুনী আড্ডার আয়োজন করেন।
আরও পড়ুন :