নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় মো. রকি (২০) ও সাকিব হোসেন (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (১৩ ফ্রেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার বিষ্ণুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রকি উপজেলার চংধুপল ইউনিয়নের ইসলামপুর গ্রামের রেজার ছেলে ও সাকিব হোসেন একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাতে রকি ও সাকিব কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। গোপালপুর পৌরসভার বিষ্ণপুরে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে রকির মৃত্যু হয়। সাকিবের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।